বরগুনায় ইউপি চেয়ারম্যানকে ২ বছরের কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে দুই বছরের কারাদণ্ড, ছবি: বার্তা২৪.কম

ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে দুই বছরের কারাদণ্ড, ছবি: বার্তা২৪.কম

বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে দুই বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এ আদেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা গেছে, ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৮দিন পর ২০১৬ সালের ২৪ মার্চ অসুস্থ গোলাম কিবরিয়াকে বরগুনা জেনারেল হাসপাতালে দেখতে যান এ মামলার বাদী জুয়েল খান। এ সময় গোলাম কিবরিয়া তার সহযোগীদের নিয়ে জুয়েল খানের ওপর হামলা করেন। মূলত গোলাম কিবরিয়ার সঙ্গে নির্বাচন নিয়ে দ্বন্দ্ব ছিল স্থানীয় জুয়েল খানের।

এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে ওইদিনই দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন জুয়েল খান। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়। ১৭ জন নির্দোষ প্রমাণিত হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে।

বিজ্ঞাপন