গাইবান্ধায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, দেখা নেই সূর্যের
গাইবান্ধা জেলায় বসন্তের আকাশে দেখা দিয়েছে কালো মেঘের ঘনঘটা ও হিমেল হাওয়া। তবে দেখা যায়নি সূর্যের আলো। এর প্রভাবে ঝড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তাই জনজীবনে নেমে এসেছে অস্বস্তি।
মঙ্গলবার (২৫ ফ্রেব্রয়ারি) সকাল থেকে বিকেল ৩ টা পযর্ন্ত গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়। বৈরী আবহাওয়ার কারণে রাস্তা-ঘাট ও শহর-বন্দরে মানুষের উপস্থিতি ছিল কম।
দিনভর আকাশ মেঘাচ্ছন্ন ও ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল গোটা গাইবান্ধা জেলা। হঠাৎ করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতে আবারও শীত অনুভূত হচ্ছে। সেই সঙ্গে কৃষকের সবজি ফসলসহ আম-লিচুর মুকুলের আংশিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ফুলছড়ি উপজেলার কৃষক এনামুল হক জানান, আবহাওয়ার বিরূপ আচরণের কারণে সবজি ফসলসহ ফলের মুকুলের ক্ষয়ক্ষতি হতে পারে।
সাদুল্লাপুর শহরের রিকশা চালক গোলাম রব্বানী বলেন, গত কয়েকদিন আকাশে সূর্য থাকায় শীতের কবল থেকে রেহাই পেয়েছিলাম। আজ মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি পড়ার কারণে আবারও শীত জেঁকে বসেছে। তাই রিকশা নিয়ে অলস সময় পার করছি।
গাইবান্ধা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মাসুদুর রহমান বার্তা২৪.কমকে জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতে কৃষকের তেমন ক্ষতি হবে না। তবে এটি যদি স্থায়িত্ব হয়, সেক্ষেত্রে কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।