শিবচরে এসএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করায় আটক ২
মাদারীপুরের শিবচরে এসএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করার অপরাধে দুইজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শিবচর পৌরসভার শেখ ফজিলাতুন্নেছা বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- উপজেলার চরবাচামারা মাদবর কান্দি গ্রামের হালেম মোল্লার ছেলে তাজেল মোল্লা (২১) ও চর বাচামারা খলিফা কান্দি গ্রামের আইয়ুব আলী খলিফার ছেলে নাইম খলিফা (২০)।
স্থানীয় লোকজন জানান, গত কয়েকদিন ধরে তাজেল মোল্লা ও নাইম খলিফা এসএসসি পরীক্ষা দিতে আসা ছাত্র-ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলো। স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানান। আজকে দুপুরে তাজেল ও নাইম শেখ ফজিলাতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে এসএসসি পরীক্ষা দিয়ে বের হওয়া ছাত্র-ছাত্রীদের উত্ত্যক্ত করছিলো। পরে পুলিশ তাদের আটক করে।
শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে শেখ ফজিলাতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশ অভিযান চালায়। পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করার সময় হাতেনাতে দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।