মাদারীপুরে মাদক মামলায় ব্যবসায়ীর যাবজ্জীবন
মাদারীপুরে ডিবি পুলিশের দায়ের করা মাদক মামলায় মনির হোসেন (৩৭) নামে এক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই দণ্ডাদেশ দেন।
সাজা প্রাপ্ত মনির হোসেন মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামের মৃত লালচাঁন মুন্সীর ছেলে। তবে জামিনে মুক্তির পর পলাতক রয়েছেন মনির হোসেন। এছাড়া দোষ প্রমাণিত না হওয়ায় জাকির হোসেন (৪৫) ও হেমায়েত মাতুব্বর (৪৭) নামে দুইজনকে খালাস দেন বিচারক।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালের ১২ আগস্ট মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার আদিত্যপুর গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় ৫০ গ্রাম হিরোইনসহ মনির, জাকির ও হেমায়েত নামে তিনজনকে আটক করা হয়। পরে ডিবি পুলিশের এসআই মোবারক হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মনিরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সাজা প্রদান করেন। একইসঙ্গে অভিযোগ প্রমাণ না হওয়ায় অপর দুই আসামিকে খালাস দেয়া হয়েছে।
মাদারীপুর আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সিং বলেন, মাদক মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তবে বাকি দুইজনকে খালাস প্রদান করেন।