শ্রমিক-গ্রামবাসীর সংঘর্ষে নবীগঞ্জ রণক্ষেত্র, আহত শতাধিক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

শ্রমিক-গ্রামবাসীর সংঘর্ষে নবীগঞ্জ রণক্ষেত্র

শ্রমিক-গ্রামবাসীর সংঘর্ষে নবীগঞ্জ রণক্ষেত্র

হবিগঞ্জের নবীগঞ্জে অটোরিকশা শ্রমিকদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় প্রায় অর্ধশতাধিক সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নবীগঞ্জ উপজেলার বাউসা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা যায়, নবীগঞ্জ শহরের সোনারখনি থেকে বাউসা পয়েন্টের নির্ধারিত ভাড়া ১৫ টাকা। গ্রামবাসীর দাবি ১৫ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করছে শ্রমিকরা। তবে শ্রমিকরা বলছেন ৬ কিলোমিটার জায়গা গাড়ি চালিয়ে ন্যায্য ভাড়াই আদায় করা হচ্ছে। ১০ টাকার বেশি ভাড়া দিতে অনিহা গ্রামবাসীর। এর সূত্র ধরেই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

সংঘর্ষে অন্তত শতাধিক লোক আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে অন্তত অর্ধশতাধিক সিএনজি অটোরিকশা। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি শ্রমিকদের।

বিজ্ঞাপন

প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

সংঘর্ষে আহতরা হলেন, মো. সালাম চৌধুরী (৫৫), মতিউর রহমান (৪০), শাহ আরফান (৯), মিঠু (২২), রমজান (৩০), আব্দুলা (২৬), রফি মিয়া (২৫),ফজলু মিয়া (৩৫), আব্দুল আলী (৩২), আব্দুল ওয়াহিদ (২৬), সুমন (২২), আব্দুল ওয়াহিদ (৫০), চদ্দর মিয়া (৪০), শাকিল (১৮), সুলেমান মিয়া (৩২), সাইদুল ইসলাম (৩০), আব্দুল মান্নান (৪৫), সোহাগ আহমেদ (২৫), হুমায়ূন মিয়া (২২), আরজু মিয়া (৬৯), ওয়াসকুরুনি (৪০), আব্দুল হক (২৫), সোহেল মিয়া (৩৭), স্বপন (২৩), ইমন (১৮), আব্দুল কাইযূম (৩০), সাজন মিয়া (৩০), সুরেন্দ সুত্রধর (৩৫), শানুর আলী (৩২), শাহিদুল (৩০)।

তাদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। যে কোনো ধরনের ঘটনা নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।