লক্ষ্মীপুরে প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

সড়ক দুর্ঘটনা দুমড়ে মুচড়ে যায় অটোরিকশা, ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনা দুমড়ে মুচড়ে যায় অটোরিকশা, ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

বিজ্ঞাপন
নিহতরা হলেন সিএনজি চালক মো. সুমন (২৭), সিএনজি যাত্রী জামাল উদ্দিন, মো. হোসেন, রুনু আক্তার ও তার শিশু সন্তান। শিশুটির নাম জানা যায়নি। আহত হন রুবি আক্তার ।
 
নিহত রুনু আক্তার, তার শিশু সন্তান ও আহত রুবি আক্তার নোয়াখালীর চাটখীল এলাকার বাসিন্দা বলে জানা গেছে। নিহত চালক লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর মজুপুর এলাকার মৃত আলী আহমেদের ছেলে। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নোয়াখালী-লক্ষীপুর মহাসড়কের লক্ষীপুর সদর উপজেলার বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। পরে আরও একজন মারা যান।

এ বিষয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.খলিলুর রহমান সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

বিজ্ঞাপন