লক্ষ্মীপুর সদরে সকাল থেকে দুপুর পর্যন্ত ৩ দুর্ঘটনা, আহত ১৩

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

দুর্ঘটনা কবলিত একটি ট্রাক। ছবি: বার্তা২৪.কম

দুর্ঘটনা কবলিত একটি ট্রাক। ছবি: বার্তা২৪.কম

লক্ষ্মীপুর সদর উপজেলায় পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ ১৩ জন আহত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার ৩টি স্থানে দুর্ঘটনাগুলো ঘটে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সকালে লক্ষ্মীপুর থেকে নোয়াখালীর চৌমুহনী যাওয়ার পথে সদর উপজেলার আন্ডারঘর এলাকায় আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়।

এদিকে সকালে লক্ষ্মীপুর পৌরসভার ঝুমুর এলাকায় ট্রাকের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে দুপুর ১২টার দিকে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মাইলের মাথায় দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানান, সকাল থেকে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর সদর ও রায়পুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ ৬ জন নিহত হয়েছে।