লক্ষ্মীপুরে দাদা হত্যা মামলায় নাতি কারাগারে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

আব্বাস উদ্দিন

আব্বাস উদ্দিন

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একটি সালিসি বৈঠকে দাদা সামছুদ্দিনকে হত্যার ঘটনায় মামলার আসামি নাতি আব্বাস উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু মূসার নেতৃত্বে সদর উপজেলা মান্দারী বাজার এলাকা থেকে আব্বাসকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ২০১৭ সালের ৬মে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একটি সালিসি বৈঠকে সামছুদ্দিন ও আব্বাসদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে মারামারির ঘটনায় গুরুতর আহত হয়ে সামছুদ্দিন মারা যান। পরে নিহতের স্ত্রী আইয়াতি বেগম বাদী হয়ে ছেলে বেলাল হোসেন ও নাতি আব্বাসের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় বেলাল দীর্ঘদিন ধরে কারাবন্দী রয়েছে। ঘটনার পর থেকেই আব্বাস পলাতক ছিল।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, হত্যা মামলার পলাতক আসামি আব্বাসকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন