গোপালগঞ্জে গৃহবধূর শ্লীলতাহানির জেরে সংঘর্ষ, আহত ১০
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০জন আহত হয়েছেন। আহতদের উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার কুশলা ইউনিয়নের আমবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানাগেছে, আমবাড়ি গ্রামের নুর ইসলাম শেখের ছেলে ফারুক শেখ (৪০) পাশের বাড়ির এক গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর কলেজ পড়ুয়া ছেলের সাথে ফারুক শেখের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এলাকাবাসী দু’ভাগে ভাগ হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের ১০জন আহত হয়। এদের মধ্যে গুরুতর রফিকুল ইসলাম (৫৫), মাহমুদ ইরান (৩৭), ইসমাইল শেখ (২২) ফারুক শেখ (৪২) কে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। আহত ইসমাইল ও ফারুকের শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, সংঘর্ষের এ ঘটনায় দু’টি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।