এক হাজার রোহিঙ্গা নারীকে সেলাই মেশিন দিলো ভারত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

এক হাজার রোহিঙ্গা নারীকে সেলাই মেশিন বিতরণ

এক হাজার রোহিঙ্গা নারীকে সেলাই মেশিন বিতরণ

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা নারীদের মধ্য থেকে এক হাজার জনকে সেলাই মেশিন দিয়েছে ভারত সরকার।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সেলাই মেশিন বিতরণের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

বিজ্ঞাপন

ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা জানান, রোহিঙ্গা নারীদের সেলাই মেশিন চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেখান থেকে ১ হাজার জনকে এ মেশিন বিতরণ করা হবে। পাশাপাশি ৯৯ রোহিঙ্গা পরিবারকে ফ্যামিলি টেন, ৩২ পরিবারকে অফিস টেন ও আরও ৩২ পরিবারকে রেসকিউ কিট দেওয়া হবে।

বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাশ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার

বিজ্ঞাপন