অটোরিকশার ব্যাটারি চোর চক্রের ২ সদস্য আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

ব্যাটারি চোর চক্রের আটক ২ ব্যক্তি, ছবি: বার্তা২৪.কম

ব্যাটারি চোর চক্রের আটক ২ ব্যক্তি, ছবি: বার্তা২৪.কম

কুমিল্লায় অটোরিকশার ব্যাটারি চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই ৩০টি ব্যাটারি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ও দুপুরে পৃথক দুটি অভিযানে তাদের আটক করে জেলার দেবিদ্বার থানা পুলিশ।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন- জেলার দেবিদ্বার উপজেলার পদ্মকোট গ্রামের আবদুল মতিন মিয়ার ছেলে লিটন মিয়া এবং চাঁদপুরের কচুয়া উপজেলার চাঙ্গিনী গ্রামের আলী আকবরের ছেলে দুলাল মিয়া।

বৃহস্পতিবার বিকেলে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার।

বিজ্ঞাপন

তিনি জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার পদ্মকোটের নিজ বাড়ি থেকে ব্যাটারি চোর লিটনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে দুপুরে কুমিল্লার স্টেশন রোডের উইনার ব্যাটারি স্টোর রুমে অভিযান চালিয়ে চোরাই ৩০টি ব্যাটারি জব্দ করা হয়। এ সময় উইনার ব্যাটারির মালিক মো. দুলাল মিয়াকেও আটক করা হয়।

তিনি আরও জানান, দেবিদ্বারসহ জেলার বিভিন্ন উপজেলায় এই চোর চক্রের সদস্যরা মোবাইল, ব্যাটারি চালিত ভ্যান-অটোরিকশা, ইজিবাইক ও সাইকেল, বিভিন্ন মালামাল চুরি করে আসছিলেন। আটকের পর জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন জায়গায় ব্যাটারিসহ অন্যান্য মালামাল চুরির কথা স্বীকার করেছেন। এই চক্রে আরও বেশ কয়েকজন সদস্য রয়েছেন। বাকিদেরও আটকের চেষ্টা চলছে।