রাঙামাটিতে শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা
রাঙামাটিতে জেলা পর্যায়ে শুদ্ধ সুরে জাতীয় সংগীত গাওয়া শেখার জন্য প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একামেডিম অডিটরিয়ামে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের কণ্ঠে ধ্বনিত হয় প্রাণের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’।
জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে মোট ২৮টি দল অংশগ্রহণ করেছে প্রতিযোগিতায়।
এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নুরুল হুদা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা।
প্রতিযোগিতায় প্রাথমিক স্তরে রাণী দয়াময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নানিয়ারচর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়। মাধ্যমিক স্তরে বাংলাদেশ নৌ-বাহিনী স্কুল অ্যান্ড কলেজ, পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক স্তরে রাঙামাটি সরকারি কলেজ, কাউখালী সরকারি ডিগ্রী কলেজ, রাজস্থলী সরকারি কলেজ বিজয়ী হয়েছে।