বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৫০ পরিবার পেল নগদ অর্থ
গাইবান্ধার ফুলছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৫০ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফুলছড়ি উপজেলার জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ বিপদাপন্ন জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস কল্পে ‘বন্যা বীমার’ ক্ষতিপূরণের এ অর্থ বিতরণ করা হয়েছে।
এসকেএস ফাউন্ডেশনের রি-কল ২০২১ প্রকল্পের আয়োজনে অক্সফ্যামের সহায়তায় ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের সাবেক উপজেলা পরিষদ চত্বরে বন্যা বীমার আওতায় ৭৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ৩ হাজার ৬০০ টাকা করে দেয়া হয়।
এসকেএস ফাউন্ডেশনের সহকারী পরিচালক খন্দকার জাহিদ সরওয়ার সোহেলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, ভাইস চেয়ারম্যান হুকুম আলী, গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুল আলম প্রমুখ।