সাভারে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
সাভারের আমিনবাজারে বিদ্যুৎস্পৃষ্টে ফরমান মোল্লা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক মাহবুবুল হক রনি।
এর আগে ২৯ (ফেব্রুয়ারি) গভীর রাতে আমিনবাজারের বরদেশী পাড়া এলাকার একটি পুকুর থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফরমান বাগেরহাট জেলার চিতলমারী থানার সচন্দপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, ওই এলাকার একটি পুকুরে ফরমান নামে ওই শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুকুরের পানিতে বিদ্যুৎ সঞ্চালন অবস্থায় পল্লী বিদ্যুতের একটি তার পড়ে ছিলো। এ সময় ওই শিশু পানিতে নামলে বিদ্যুতায়িত হয়ে মারা যায় বলে অভিযোগ এলাকাবাসীর।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক মাহবুবুল হক রনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। তবে পুকুরটিতে বিদ্যুতের খুঁটি থেকে একটি তার পড়ে ছিলো। মৃত্যুর আসল কারণ ময়নাতদন্তের পরে জানা যাবে বলেও জানান তিনি।