বঙ্গবন্ধুর সমাধিতে কলকাতাস্থ বাংলাদেশের উপ-হাইকমিশনের শ্রদ্ধা
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাস্থ বাংলাদেশের উপ-হাইকমিশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টুঙ্গিপাড়াস্থ সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেছে।
রোববার (১ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপ-হাইকমিশনার তৌফিক হাসানের নেতৃত্বে দূতাবাসের সকল কর্মকর্তা পুষ্পমাল্য অর্পণ করেন।
সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় প্রতিনিধি দলটি। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তারা বঙ্গবন্ধুর সমাধিস্থল ঘুরে দেখেন ও বঙ্গবন্ধুর দুর্লভ ছবি সমাধি সৌধ কমপ্লেক্সের কিউরেটর নূরুল হকের কাছে হস্তান্তর করেন।
উপ-হাইকমিশনার ও তার সহধর্মিণী ইসমাত জেরিন ছাড়াও দূতাবাস প্রধান বি এম জামাল হোসেন ও তার সহধর্মিণী আবিদা সুলতানা, কাউন্সিলর মো. বশির উদ্দীন, কাউন্সিলর (ক্রীড়া ও শিক্ষা) শেখ সফিউল ইমাম, ফার্স্ট সেক্রেটারি (বাণিজ্যিক) শামসুল আর্ফি, ফার্স্ট সেক্রেটারি (প্রেস) মো. মোফাকখারুল ইকবাল ও তার সহধর্মিণী তাসমিমা বেগম, ফার্স্ট সেক্রেটারি শামীমা ইয়াসমিন স্মৃতি ও সেকেন্ড সচিব (কন্সুলার) শেখ শাফিনুল হক এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার বিকেলে যশোরের বেনাপোল স্থলবন্দর হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসে প্রতিনিধি দলটি।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন কলকাতার এই মিশনটির গুরুত্ব ছিল ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ। এখান থেকেই বাংলাদেশের প্রথম সরকার পরিচালিত হয়েছে।