মুকসুদপুরে প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার, ছবি: বার্তা২৪.কম

দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার, ছবি: বার্তা২৪.কম

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। এ সময় প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়।

রোববার (১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লার ফরিদ শেখ (৩৫), মুকসুদপুরের কাশিপুরের দেওয়ানবাড়ির শাহিন শেখ (৩৮)  চাঁদপুরের ফরিদগঞ্জের মাসুদ শেখ (২৮)। এছাড়া নিহত খোকন ও মান্নানের ঠিকানা পাওয়া যায়নি।

জানা গেছে, বরিশাল থেকে একটি প্রাইভেটকার ঢাকার দিকে যাচ্ছিল। প্রাইভেটকারটি ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় একটি গাছের সঙ্গে প্রাইভেটকারটির ধাক্কা লাগে এবং পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত হন আরও দুইজন।

এ ঘটনায় প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। পরে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে হতাহতদের উদ্ধার করে।

বিজ্ঞাপন

মারাত্মক আহত দুইজনকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান তারা।

মুকসুদপুর থানার সিন্দিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বাসার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।