চুয়াডাঙ্গায় পুলিশের উপর হামলা, গ্রেফতার ৩

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের উপর হামলার ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এঘটনায় গ্রেফতার হয়েছে তিনজন।

রোববার (১ মার্চ) আলমডাঙ্গা থানার এস আই হেলেনা পারভিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, আলমডাঙ্গার লক্ষীপুর গ্রামের বোরহান উদ্দীনের ছেলে আনারুলের (৩২) বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা আছে। এই মামলায় থানার এসআই হেলেনা পারভিন সঙ্গীয় ফোর্স শনিবার রাতে আসামিকে আটক করতে অভিযান চালায়। এসময় পুলিশকে লক্ষ করে আনারুলের পরিবার ও প্রতিবেশীরা এস আই হেলেনা পারভিনসহ সঙ্গীয় ফোর্সের উপর হামলা করে। এবং পুলিশের বহনকৃত গাড়ি ভাঙচুর করে। ঘটনার পরপরই রাতেই আলমডাঙ্গা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান ঘটনাস্থলে পৌঁছে এসআই হেলেনা ও পুলিশের সঙ্গীয় ফোর্সদের উদ্ধার করে। এবং আসামিকেও গ্রেফতার করে।

আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) গাজী শামিমুর রহমান বার্তা২৪.কমকে জানায়, পুলিশের উপর হামলার ঘটনায় এরই মধ্যে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত তিন আসামিকেও গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের আটকে পুলিশের অভিযান অব্যাহত আছে।

বিজ্ঞাপন