চুয়াডাঙ্গায় জাতীয় ভোটার দিবস পালিত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি বের করা হয়/ছবি: বার্তা২৪.কম

জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি বের করা হয়/ছবি: বার্তা২৪.কম

‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

বিজ্ঞাপন

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মনিরা পারভীন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমানসহ অন্যরা।

সভায় ভোটাধিকার সম্পর্কে আলোচনা করেন বক্তারা।

বিজ্ঞাপন