শার্শায় ভোটার দিবসে স্মার্টকার্ড প্রদান
যশোরের শার্শা উপজেলায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে স্মার্ট ভোটার কার্ড প্রদান, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুরে শার্শা উপজেলা অডিটোরিয়ামে এই স্মার্টকার্ড বিতরণ শুরু হয়।
জানা যায়, প্রথম পর্যায়ে রাজধানী ঢাকায় দেওয়া হয়েছিলো। তারই ধারাবাহিকতায় ভোটারদের স্মার্ট কার্ড দিলো শার্শা উপজেলা নির্বাচন কমিশন। সারাদেশে পর্যায়ক্রমে এই ডিজিটাল কার্ড প্রদান করছে সরকার।
এদিন উপজেলা নির্বাচন কমিশনার কার্যালয়ের আয়োজনে একটি র্যালি বের হয়। র্যালিটি শার্শা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পূলক কুমার মণ্ডল, ভূমি কমিশনার খোরশেদ আলম চৌধুরী, শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জুসহ অনেকেই। র্যালি শেষে শার্শা উপজেলার নির্বাচন কমিশনার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়াম ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।