অস্ত্রসহ দুই রোহিঙ্গা আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

আটক হওয়া ২ রোহিঙ্গা, ছবি: সংগৃহীত

আটক হওয়া ২ রোহিঙ্গা, ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ থেকে প্রশিক্ষণ অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃত রোহিঙ্গারা হলেন, বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সুলতানের ছেলে নুরুল আমিন প্রকাশ নসরুল্লাহ (৪৮) ও একই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে নুর কামাল (১৯)।

বিজ্ঞাপন

এ সময় তাদের কাছ থেকে একটি এলজি (যার মধ্যে টিগার ও ফায়ারিং পিন রয়েছে), তিন রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

সোমবার (২ মার্চ) রাত আটটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ আশরাফুজ্জামান বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, রোহিঙ্গা হলেও পরিচয় গোপন রেখে নিজেদের বাংলাদেশের পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ডাকাতি, হত্যা, ছিনতাইসহ নানান অপরাধ কর্মকাণ্ড করে আসছিল নুরুল আমিন প্রকাশ নসরুল্লাহ ডাকাত (৪৮) ও তার সহযোগী নুরুল কামাল (১৯)। গত ২৯ ফেব্রুয়ারি রাতে ডাকাতির প্রস্তুতিকালে এসব অস্ত্র ও সরঞ্জামসহ তাদের আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের আসল পরিচয় ও অপরাধ শিকার করে।

তিনি আরও জানান, নিজেদের অপরাধ আড়াল করতে কিছুদিন পর পর ঠিকানা ও পরিচয় বদলাতো তারা। এছাড়াও তাদের বাংলাদেশি জন্ম সনদ, জাতীয় সনদ ও জাতীয় পরিচয়পত্রও রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে থানায় হস্তান্তর করা হবে বলেও জানান ডিবির এ পরিদর্শক।