টুঙ্গিপাড়ায় মুজিব কর্নার ও আইসিটি ল্যাব উদ্বোধন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

টুঙ্গিপাড়ায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজে মুজিব কর্নার ও আইসিটি ল্যাব উদ্বোধন, ছবি: বার্তা২৪.কম

টুঙ্গিপাড়ায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজে মুজিব কর্নার ও আইসিটি ল্যাব উদ্বোধন, ছবি: বার্তা২৪.কম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজে মুজিব কর্নার ও আইসিটি ল্যাব উদ্বোধন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের সচিব মুন্সী শাহাবুদ্দিন আহমেদ, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাক্তন চেয়ারম্যান ও স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ কবির হোসেন এই মুজিব কর্নার ও আইসিটি ল্যাবের উদ্বোধন করেন। পরে তারা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে শেখ কবির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মুনশী শাহাবুদ্দিন আহমেদ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা, উপজেলা নির্বাহী অফিসার নাকিব হাসান তরফদার প্রমুখ।