কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ৭ রোহিঙ্গা নিহতের ঘটনায় মামলা
কক্সবাজারের টেকনাফের জাদিমরা পাহাড়ে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৭ রোহিঙ্গা নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় খুন, অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি আইনের ধারায় ৩টি মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের ইনচার্জ মির্জা শাহেদ মাহাতাব।
এর আগে সোমবার (২ মার্চ) রাতে র্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের ডিএডি নিরঞ্জন রাজ বংশি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলায় সরাসরি কাউকে আসামি করা হয়নি। তবে বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, টেকনাফের জাদিমরা পাহাড়ে কুখ্যাত ডাকাত জাকির অবস্থান করেছে এমন খবরে সোমবার ভোরে সেখানে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাহাড় থেকে গুলি চালাতে থাকে ডাকাত সদস্যরা। র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে ৭ রোহিঙ্গা ডাকাত নিহত হয়।
আরও পড়ুন: জাদিমরা পাহাড়ে নিহত ৪ রোহিঙ্গা ডাকাতের পরিচয় শনাক্ত