নবগঙ্গার তীরে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান চলছে
ঝিনাইদহ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদী তীরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের অভিযান শুরু হয়েছে।
জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে বুধবার (৪ মার্চ) সকালে এ অভিযান শুরু হয়।
অভিযানে নেতৃত্বে দেওয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান সুজন বলেন, নদীর জরিপ কাজ সম্পন্ন করে সীমানা চিহ্নিতকরণ ও অবৈধ দখলদারদের তালিকা প্রণয়ন করে তাদের অবৈধ স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছিল। অনেকে স্বেচ্ছায় সরিয়ে নিয়েছে। যার স্থাপনা সরাননি সেইগুলো উচ্ছেদ শুরু হয়েছে। বিকেল পর্যন্ত এ অভিযান চলবে।
তিনি বলেন, দুই দিনে চাকলাপাড়া, আরাপপুরের ক্যাসেল ব্রিজ এলাকার টিন শেড, আধা-পাকা ও দ্বিতল ভবনসহ অর্ধশতাধিক স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। উচ্ছেদ শেষ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।