লক্ষ্মীপুরে ১৩৬ রোগী পেলেন ৬৮ লাখ টাকার চেক
লক্ষ্মীপুরে ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় ১৩৬ জন রোগী ৬৮ লাখ টাকার চেক পেয়েছেন।
বুধবার (৪ মার্চ) দুপুরে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে অসহায় রোগীদের মাঝে অনুদানের এ চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের যৌথ উদ্যোগে এ টাকা দেওয়া হয়েছে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সিভিল সার্জন ডা. মো. আবদুল গফ্ফার, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (সদর) মংনে থোয়াই মার্মা ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।
সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, সমাজসেবা অধিদফতরের আওতাধীন বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে অসহায় রোগীদের মাঝে অনুদান প্রদান করা হয়। এরমধ্যে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের সরকারের এ সহযোগিতা দেওয়া হয়। আর্থিক সহায়তা কর্মসূচির অধীনে এবার ১৩৬ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ৬৮ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।