মেহেরপুরে ঝড়-শিলায় ফসলের ক্ষতি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

জমিতে গম নুইয়ে মাটির সঙ্গে মিশে গেছে/ ছবি: বার্তা২৪.কম

জমিতে গম নুইয়ে মাটির সঙ্গে মিশে গেছে/ ছবি: বার্তা২৪.কম

মেহেরপুরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। জেলার বিভিন্ন অঞ্চলে গম, ভুট্টা ও কলা গাছ নুইয়ে পড়েছে।

বুধবার (৪ মার্চ) রাত নয়টার দিকে গাংনী উপজেলার ধানখোলা, কষবা, ভাটপাড়া, ঢেপা, পাকুড়িয়াসহ বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে যায়।

বিজ্ঞাপন
ঝড়ে কলাগাছ ভেঙে গেছে/ছবি: বার্তা২৪.কম

কষবা গ্রামের চাষি ফেরদৌস রহমান বলেন, ঝড়ে এক বিঘা ক্ষেতের ৬০০টির বেশি কলাগাছ ভেঙে পড়েছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হবে। ঢেপা গ্রামের তাপস বলেন, দুই বিঘা জমিতে ভুট্টা ও দুই বিঘা জমিতে গম আবাদ করেছি। ভুট্টায় কেবলমাত্র মোচা এসেছে। এখন ক্ষেতের বেশিরভাগ ভুট্টা গাছ ভেঙে ও নুইয়ে পড়েছে। এ গাছগুলোতে ফলন হবে না।

ভুট্টাগাছ নুইয়ে পড়েছে/ছবি: বার্তা২৪.কম

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুল হক মিঞা বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করার পাশাপাশি ক্ষতি কাঠিয়ে উঠতে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে। 

বিজ্ঞাপন