‘প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের দ্রুত ব্যবস্থা’
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নব-নিযুক্ত প্রধান প্রকৌশলী মো. মতিয়ার রহমান বলেছেন, ‘এলজিইডি প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলো নির্মাণ কাজের বাস্তবায়ন করে থাকে। কোনো বিদ্যালয় ভবনের দুরবস্থা বা পরিত্যক্ত হলে, সে ব্যাপারে আমরা দ্রুত ব্যবস্থা নেব।’
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
এলজিইডির প্রধান প্রকৌশলী বলেন, ‘মুজিব বর্ষ উপলক্ষে এলজিইডি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এলজিইডি-র সেবামূলক কাজের কথা যাতে জনগণ জানতে পারে, জনগণকে সাথে নিয়ে এসব কাজ বাস্তবায়ন করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।’
এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে তিনি টুঙ্গিপাড়ার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন। এ সময় এলজিইডির কর্মকর্তারা ও আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।