মাদকমুক্ত সমাজ গড়তে সন্তানদের প্রতি লক্ষ্য রাখতে হবে
জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, `মুজিব বর্ষ উপলক্ষে আমাদের লক্ষ্য হওয়া উচিত দেশ জাতি সমাজ ও পরিবারের কল্যাণে ভালো কাজ করব। সেই সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়তে সন্তানদের প্রতি প্রত্যেক বাবা-মাকে লক্ষ্য রাখতে হবে।’
বৃহস্পতিবার (৫ মার্চ) গাইবান্ধা জেলা শহরের ভিএইড রোডের কালিবাড়িপাড়ায় গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাহাবুব আরা বেগম গিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের প্রতি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। সুতরাং মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম. আবদুস সালামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা প্রশাসক মো. আবদুল মতিন, অতিরিক্ত পুলিশ সুপার ময়নুল হক, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ প্রমুখ।