সড়ক দুর্ঘটনায় নিহত ৪ পরিবারের সদস্যরা পেল ভাতার কার্ড
ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ পরিবারকে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে সরকারি ভাতার কার্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান ও উপজেলা নির্বাহী অফিসার সেজুতি ধর আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে ভাতার কার্ড তুলে দেন।
বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারগুলোর সদস্যদের মধ্যে সুইটি আক্তারকে প্রতিবন্ধী কার্ড ও জমিলা খাতুন, সুফিয়া খাতুন ও জুলেখা খাতুনকে বিধবা ভাতার কার্ড দেয়া হয়েছে।
কার্ড প্রদানকালে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা অফিসার ইসতিয়াক আহাম্মেদ, যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথ, ভাংনামারী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুন নূর খোকা প্রমুখ।
প্রসঙ্গত, চলতি বছরের ২৯ জানুয়ারি সরকারি ভাতার কার্ড নিতে এসে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চরশ্রীরামপুর এলাকায় বাসচাপায় ৪ জন নিহত হন।
নিহতরা হলেন- গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের রাবেয়া খাতুন, লাল মিয়া, সাহারা বানু ও জেলা সদর থানার সুতির পাড় এলাকার রফিকুল ইসলাম।