বালিয়াকান্দিতে হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

বালিয়াকান্দিতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইসলামিক সাংস্কৃতিক সংন্ধ্যার আয়োজন

বালিয়াকান্দিতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইসলামিক সাংস্কৃতিক সংন্ধ্যার আয়োজন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। বাদ জুমা আলোচনা সভা ও ইসলামিক গান পরিবেশিত হবে।

শুক্রবার (৬ মার্চ) থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী এসব অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করেছে শহীদ বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান স্মৃতিসংসদ ও বালিয়াকান্দি মীরবাড়ী চেরীবাগ জামে মসজিদ কমিটি।

বিজ্ঞাপন

অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মীর হাসানুর রফিক রিংকু বার্তা২৪.কমকে বলেন, অনুষ্ঠানের প্রথম দিন শুক্রবার সকাল ১০টায় আহলুল হুফফাজ ফাউন্ডেশনের উদ্যোগে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। দ্বিতীয় দিনে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে ফ্রি মেডিকেল ক্যাম্প। আর প্রতিদিন বাদ যোহর থেকে শুরু হবে আলোচনা সভা ও ইসলামিক গান।

প্রথম দিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, ওসি একেএম আজমল হুদা, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির।

বিজ্ঞাপন

ইসলামিক আলোচনায় বক্তব্য রাখবেন জাতীয় কোরআন প্রতিযোগিতার বিচার হাফেজ ক্বারী মাওলানা সাইফুল ইসলাম আল হুসাইনি, নারায়নগঞ্জের বল্লবদী আল ইসলামিয়া একাডেমির পরিচালক মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা, ঢাকা উত্তরার হাফেজ মাওলানা সাদ আহমাদ মাদানী।

অধ্যক্ষ মীর রফিকুজ্জামানের সভাপতিত্বে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম। বিশেষ অতিথি হিসাবে থাকবেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ মহ: রেজাউল করিম, র্যা ব ফোর্সেস হেডকোয়াটার্সের পরিচালক (ট্রেনিং) চৌধুরী মন্জুরুল কবির।

অনুষ্ঠানের মোটিভেশনাল স্পিকার হিসাবে থাকবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শহীদ হাসান (মিশা সওদাগর)।

মীরবাড়ী চেরীবাগ জামে মসজিদের সভাপতি মীর শাহিনুর রফিক শাওনের সঞ্চালনায় আলোচক হিসেবে থাকছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন নদভী, ঢাকার মাওলানা শারাফাত উল্লাহ নাদভী প্রমুখ।

দোয়া পরিচালনা করবেন মাওলানা মেহেদি হাসান ও হাফেজ মাওলানা মুহাম্মদ হুসাইন আহমেদ কাশেমী।