মানিকগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পেইন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

মানিকগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পেইন

মানিকগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পেইন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে বিনামূল্যে দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে জাইকা অ্যালুমনি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় মানিকগঞ্জ শহীদ স্মৃতি স্তম্ভের পাদদেশে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন- জাইকার সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, জাইকার সহ-সভাপতি মো. এজার উদ্দিন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সায়েদ মাহফুজ আহমেদ, জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম ও পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম উপস্থিত ছিলেন।

দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্পেইনে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও স্থানীয়রা সেবা গ্রহণ করেন।