৪ ঘণ্টা পর ময়মনসিংহ-ভৈরব রেলপথে ট্রেন চলাচল শুরু

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

ঈশ্বরগঞ্জ রেলওয়ে স্টেশন, ছবি: বার্তা২৪.কম

ঈশ্বরগঞ্জ রেলওয়ে স্টেশন, ছবি: বার্তা২৪.কম

ঈশা খান এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার হওয়ায় ৪ ঘণ্টা পর ময়মনসিংহ-ভৈরব রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উদ্ধারকারী রিলিফ ট্রেন (হাইড্রোলিক টুল ভ্যান) ও রেলওয়ে উদ্ধারকর্মীরা লাইনচ্যুত বগি উদ্ধার করলে ট্রেন চলাচল শুরু হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, শনিবার দুপুরে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ঈশা খান এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে বিকেল সাড়ে ৩টায় ঈশ্বরগঞ্জ রেলওয়ে স্টেশনের হোম সিগন্যাল এলাকায় ট্রেনের মালবাহী একটি বগি লাইনচ্যুত হয়। পরে ওই অবস্থায় লাইনচ্যুত বগি থেকে মালামাল অন্য বগিতে নিয়ে ট্রেনটি ছেড়ে যায়।

এদিকে ট্রেনের বগি লাইনে আটকা থাকায় ময়মনসিংহ-ভৈরব রেল সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আব্দুল রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন (হাইড্রোলিক টুল ভ্যান) ও রেলওয়ে উদ্ধারকর্মীরা ট্রেনের বগি উদ্ধার করেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ট্রেন চলাচল শুরু হয়েছে।

আরও পড়ুন: বগি লাইনচ্যুত, ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ