বঙ্গবন্ধুর স্মরণে ছায়াবন্ধু নামে বটগাছ রোপণ

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

গৌরীপুর হারুনপার্কে ছায়াবন্ধু নামে একটি বটগাছ রোপণ করা হয়েছে। ছবি: বার্তা২৪.কম

গৌরীপুর হারুনপার্কে ছায়াবন্ধু নামে একটি বটগাছ রোপণ করা হয়েছে। ছবি: বার্তা২৪.কম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ময়মনসিংহের গৌরীপুর হারুনপার্কে একটি বটগাছ রোপণ করা হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এসিক নারী কল্যাণ সংস্থা ও ক্রিয়েটিভ নারী কল্যাণ সংস্থার উদ্যোগে বটগাছটি রোপণ করা হয়।

বিজ্ঞাপন

গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুর রহিম প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে বটগাছটি রোপণ করেন। বঙ্গবন্ধুর স্মরণে রোপণ করা বটগাছটির নামকরণ করা হয়েছে ‘ছায়াবন্ধু’।

বটগাছ রোপণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, এসিক নারী কল্যাণ সংস্থার উপদেষ্টা মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার, উপজেলা মহিলা শ্রমিক লীগের সভানেত্রী তাসলিমা জাহান কলি, ক্রিয়েটিভ নারী কল্যাণ সংস্থার সভানেত্রী রুনা বেগম, এসিক নারী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক শান্তনা আক্তার প্রমুখ।

বিজ্ঞাপন

এসিক নারী কল্যাণ সংস্থার উপদেষ্টা মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার বলেন, ‘একটি বটগাছ অনেক দিন বেঁচে থাকে। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ছায়াবন্ধু নামে বটগাছটি রোপণ করা হয়েছে। আমরা হয়তো পৃথিবীতে থাকব না, কিন্তু বটগাছটি বঙ্গবন্ধুর স্মৃতিধারণ করে দীর্ঘদিন প্রকৃতিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে।’