হবিগঞ্জে সব ধরনের জনসমাগমের অনুষ্ঠান বাতিল
করোনাভাইরাসের কারণে হবিগঞ্জ জেলায় সব ধরনের সভা, সমাবেশসহ জনসমাগম ঘটতে পারে এমন অনুষ্ঠানগুলো বাতিল করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
তিনি বলেন, আগাম প্রস্তুতি হিসেবে জেলা সদর হাসপাতালের নবনির্মিত ভবনে ৫০ শয্যা এবং প্রতিটি উপজেলায় ৪টি করে শয্যা প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সব ধরনের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি। এ ব্যাপারে সতর্ক থাকতে প্রশাসনের লোকজনের প্রতিও আহ্বান জানান জেলা প্রশাসক।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মর্জিনা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার।