স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ১০ বছর কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

কারাদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন আপন, ছবি: বার্তা২৪.কম

কারাদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন আপন, ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যা মামলায় তার স্বামী দেলোয়ার হোসেন আপনকে (৩০) ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

বুধবার (১১ মার্চ) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিল আসামি।

বিজ্ঞাপন

কারাদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন আপন (৩০) সুনামগঞ্জ জেলার কান্দিগাঁও গ্রামের মাসুক মিয়ার ছেলে।

মামলার বিবরণে বলা হয়, ২০১৮ সালের ২৮ মার্চ রাতে খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুর গ্রামে বাবার বাড়িতে গৃহবধূ শারমিন আক্তার ভানুকে গলায় ওড়না পেঁচিয়ে এবং শরীরে আঘাত করে পালিয়ে যায় স্বামী দেলোয়ার হোসেন আপন। পরে ভানুকে তার ভাই সামছুল আলম মৃত অবস্থায় উদ্ধার করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় সামছুল বাদী হয়ে আপনসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে খোকসা থানায় মামলা করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।