ঢাকা-সিলেট মহাসড়কে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর অংশে অবৈধভাবে গড়ে উঠা প্রায় দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ।
বুধবার (১১ মার্চ) দিনব্যাপী অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমি আক্তার জানান- ঢাকা-সিলেট মহাসড়ককে ৬ লেনে উন্নয়নের কাজ অচিরেই শুরু হবে। এরই অংশ হিসেবে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহাসড়কের উভয় পার্শ্বের প্রায় দুই শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
এ সময় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তা, শায়েস্তাগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা সিলেট মহাসড়কের দুই পাশে ওলিপুর পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে শত-শত অবৈধ স্থাপনা গড়ে উঠে। কয়েক মাস পরপর উচ্ছেদ করলেও কিছুদিন যেতে না যেতেই আবারও স্থাপনা গড়ে তোলেন অসাধু ব্যবসায়ীরা। ফলে সড়কে দিনের পর দিন যানজট লেগেই থাকে।