গোপালগঞ্জে পরীক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার ১১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

গোপালগঞ্জ সদর থানা/ছবি: বার্তা২৪.কম

গোপালগঞ্জ সদর থানা/ছবি: বার্তা২৪.কম

গোপালগঞ্জের সাবেক ইউপি মেম্বারের করা গুলিতে এস.এস.সি পরীক্ষার্থী রনি হাওলাদার নিহতের ঘটনায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে আরো ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে হত্যা মামলায় ২৪ আসামির মধ্যে ১৫ জনকে পুলিশ গ্রেফতার করতে পেরেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর দেড়টায় বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মনিরুল ইসলাম।

তিনি বলেন, ভোর রাত ৪টার দিকে তাদেরকে পুলিশ বনগ্রামের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে। গ্রেফতারদের সকলের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রামে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদেরকেও তাড়াতাড়ি গ্রেফতার করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি শেখ ও মোল্লা বংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাবেক ইউপি মেম্বার আজিজুল শেখ বন্দুক দিয়ে গুলি ছুঁড়ল এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়।