‘স্বাস্থ্যসেবা পাওয়া প্রত্যেক মানুষের মৌলিক অধিকার’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করেছেন। কারণ স্বাস্থ্যসেবা পাওয়া প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।

বৃহস্পতিবার (১২ মার্চ) গাইবান্ধার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামস্থ ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার নিজ উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ফজলে রাব্বী মিয়া আরও বলেন, বঙ্গবন্ধু দেশের গরিবদের খুব ভালোবাসতেন। তাই বঙ্গবন্ধুর স্মরণে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা হয়েছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জাতীয় স্নায়ুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম লাড্ডু, জিয়াউর রহমান মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাকির হোসেন, অধ্যাপক ড. কাজি দ্বীন মোহাম্মদ, সমাজসেবক শাহাদাত হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন