পাসপোর্টধারী যাত্রী না পাঠাতে চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশনের চিঠি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

পাসপোর্টধারী যাত্রী না পাঠাতে চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশনের চিঠি

পাসপোর্টধারী যাত্রী না পাঠাতে চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশনের চিঠি

করোনাভাইরাস আতঙ্কে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রশেন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের না পাঠাতে চিঠি দিয়েছে ভারতীয় চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন পুলিশ। তাই ১৫ এপ্রিল পর্যন্ত পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ ঘোষণা করেছে বন্দর কর্তৃপক্ষ।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন তথ্যটি নিশ্চিত করেন। 

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়েছে, চীনসহ বেশ কয়েকটি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। যে কারণে ভারত সরকার তাদের দেশে প্রবেশ ঠেকাতে শুক্রবার (১৩ মার্চ) বিকেলে থেকে পাসপোর্টধারী যাত্রী এবং সব ধরনের ভিসা বন্ধ করেছে। তবে দুই দেশের আমদানি-রফতানি চালু থাকবে। একই সাথে ভারতীয় কোনো নাগরিক দেশে প্রবেশ করতে চাইলে তারা ফিরতে পারবেন।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ভারতীয় চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন পুলিশের চিঠি আসার পর বন্দর কর্তৃপক্ষের সাথে আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ১৫ এপ্রিল পর্যন্ত পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ থাকবে।

বিজ্ঞাপন