হবিগঞ্জে ৩ হাজার বিঘা জমি অনাবাদির বিষয়ে তদন্ত শুরু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

সরজমিনে পরিদর্শন করেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন সবুজ

সরজমিনে পরিদর্শন করেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন সবুজ

হবিগঞ্জে সেচের অভাবে বোরো জমি অনাবাদি থাকায় ক্ষতিপূরণ মামলার পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত জমি ও বন্ধ থাকা সেচ প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছে আদালত গঠিত কমিশন।

শনিবার (১৪ মার্চ) সকালে যুগ্ম জেলা জজ আদালত-১ এর নির্দেশ অনুযায়ী অ্যাডভোকেট আনোয়ার হোসেন সবুজ এসব জায়গা পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

জানা যায়, হবিগঞ্জ শহর লাগোয়া গোবিন্দপুর গ্রামের ইংল্যান্ড প্রবাসী জয়নাল আবেদীন ছালেক দীর্ঘদিন ধরে ব্যক্তি মালিকানায় সেচ প্রকল্প চালিয়ে আসলেও এবছর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বকেয়া প্রায় ১৩ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেননি। ফলে বিদ্যুৎ সংযোগ চালু করেনি পিডিবি। এতে প্রকল্প চালু না হওয়ায় সেচের অভাবে গুঙ্গিয়াজুরি হাওরের প্রায় ৩ হাজার বিঘা জমি চাষাবাদ করতে পারেনি স্থানীয় কৃষক। এ অবস্থায় গত ২০ ফেব্রুয়ারি ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে জনৈক শাহ আলম বাদী হয়ে প্রবাসী জয়নাল আবেদীন ছালেক ও তার ভাই স্থানীয় তেঘরিয়া ইউপি চেয়ারম্যান আনু মিয়াসহ ৪ জনের বিরুদ্ধে পৌনে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত কমিশন গঠন করে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন।

এ ব্যাপারে আদালত নিযুক্ত পরিদর্শক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সবুজ বলেন- ‘আদালতের নির্দেশে আমি পরিদর্শনে এসেছি। কিছুটা সত্যতা পেয়েছি। তবে সম্পূর্ণ তদন্ত শেষ করে নির্দিষ্ট সময়ের মধ্যেই আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।’

বিজ্ঞাপন

এদিকে, বকেয়া বিল পরিশোধ না করায় প্রবাসী জয়নাল আবেদীন সালেক মিয়ার বিরুদ্ধে বিদ্যুৎ আইনে আরেকটি মামলা দায়ের করেছে পিডিবি।