‘নির্বাচনে দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা’
গাইবান্ধা-৩ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, নির্বাচনে আপনার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। কেউ দায়িত্বে অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১৫ মার্চ) পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, উপ-নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যদি কোনো ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা কিংবা কারচুপি হয় তাহলে সেই কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ করে দিবেন।
গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবদুল মতিন, আঞ্চলিক নির্বাচন কমকর্তা সরকার মো. আশরাফুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রমুখ।