বেনাপোলে ভারতীয় ১৯ যাত্রীকে ফেরত
বাংলাদেশে আগমনে ইচ্ছুক ১৯ জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে বেনাপোল ইমিগ্রেশন।
সোমবার(১৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ভারত থেকে বাংলাদেশের রামপাল বিদ্যুৎকেন্দ্রে কাজ করতে আসা ১৯ জনের কাগজপত্রে ত্রুটি থাকায় তাদের ফেরত পাঠায় ইমিগ্রেশন।
ভারত থেকে আসা ওই ১৯ যাত্রীর প্রতিনিধি রামেশ পাল জানান, তারা বাংলাদেশের বাগেরহাট জেলার রামপাল বিদ্যুৎকেন্দ্রে কাজ করেন। সম্প্রতি করোনাভাইরাসের কারণে বিধি-নিষেধ জারি হওয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বাংলাদেশে ঢুকতে দেয়নি।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)’র কোন কাগজপত্র তাদের কাছে নেই। এমনকি তাদের কাছে কোন মেডিকেল সার্টিফিকেটও নেই। এ জন্য তাদের ফেরত পাঠানো হয়েছে। তবে তারা ভারত থেকে কোন সরকারি ডাক্তারের মেডিকেল রিপোর্ট এবং বিডা’র কাগজপত্র নিয়ে এলে আবার প্রবেশ করতে পারবেন।
ওসি আরো জানান, বিশ্বজুড়ে করোনা আতঙ্কে প্রতিটি দেশ তাদের নিজ নিজ দেশ সুরক্ষার জন্য বিদেশিদের গমনাগমনের ব্যাপারে সতর্ক রয়েছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
ইমিগ্রেশন সূত্রে আরো জানা যায়, ভারত থেকে সাধারণ যারা ভারতীয় বা বিদেশি নাগরিক বাংলাদেশে আসতে চাইছেন ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বলছে ফেরার পথে ১৪ দিন তাদের সঙ্গরোধে (কোয়ারান্টাইনে) রাখা হবে। এ কারণে কেউ বাংলাদেশে আসতে চাইছেন না। সোমবার সাধারণ কোন ভারতীয় বা বিদেশি নাগরিক বাংলাদেশে প্রবেশ করেননি। তবে বাংলাদেশি যারা ভারতে ছিলেন তারা ফিরছেন।