গৌরীপুরে ১০০ পাউন্ড কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

গৌরীপুর পৌরসভায় ১০০ পাউন্ডের কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। ছবি: বার্তা২৪.কম

গৌরীপুর পৌরসভায় ১০০ পাউন্ডের কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। ছবি: বার্তা২৪.কম

মুজিব বর্ষ উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় ১০০ পাউন্ডের কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে।

পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের উদ্যোগে মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে পৌরসভা চত্বরে এই কেক কাটার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

কেককাটার আগে বঙ্গবন্ধুর স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

কেককাটা শেষে আলোচনা সভায় বক্তব্য দেন- ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।

আলোচনা সভায় পৌরসভার কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।