ঈশ্বরগঞ্জে অগ্নিকাণ্ডে ৪৮ লাখ টাকার ক্ষতি

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

নিজগাঁও গ্রামে একটি বসতবাড়িতে আগুন লাগে/ছবি: বার্তা২৪.কম

নিজগাঁও গ্রামে একটি বসতবাড়িতে আগুন লাগে/ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি দোকান ও পাঁচটি বসতঘর পুড়ে গেছে। এসব ঘটনায় ৪৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে উপজেলার মাইজবাগ ইউনিয়নের নিজগাঁও গ্রামের একটি বাড়িতে আগুন লাগে। মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পশর আলীর বসতঘর, রান্নাঘর ও খড়ের গাদা ছাড়াও আবদুস সালাম, আবদুল খালেক, মালেক মিয়া ও সিদ্দিকুর রহমানের বসতঘর পুড়ে যায়। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে আগুনে পাঁচটি পরিবারের প্রায় ২৩ লাখ টাকা ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, দুপুর ১২টার দিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি বাজারে আগুন লাগে। আগুনে সাইফুল ইসলাম ও স্বপন মিয়ার মুদি দোকান, তোফায়েল মিয়ার ক্লাবঘর, বাবুল মিয়ার চায়ের দোকন ও রুহুল আমীনের সেলুনের দোকান পুড়ে যায়।

আগুনে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সাবস্টেশন অফিসার মো. জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কিভাবে ওই দুটি স্থানে আগুন লেগেছে। তা জানা যায়নি।