ফরিদপুরে বিধি লঙ্ঘন করায় দুই প্রবাসীকে জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ফরিদপুরে বাড়িতে সঙ্গরোধের (হোম কোয়ারেন্টাইন) বিধি লঙ্ঘন করায় দুই প্রবাসীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ মার্চ) নিজ কার্যালয়ে এ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা।

বিজ্ঞাপন

চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়ন ও ইউনিয়নের চরসর্বান্দিয়ার বিদেশ ফেরত দুই ব্যক্তিকে ১১ হাজার টাকা জরিমানা করে তাদের পুনরায় সঙ্গরোধে পাঠানো হয়েছে।

করোনাভাইরাস বিষয়ে সতর্ক করে ফরিদপুরে বুধবার রাত থেকে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে মাইকিং।

ফরিদপুরের ডেপুটি সিভিল সার্জন মো. খালেদুর রহমান মিয়া বলেন, বর্তমানে ফরিদপুরে ৪২ জনকে সঙ্গরোধে রাখা হয়েছে। এছাড়া তিন জনের সঙ্গরোধের মেয়াদ শেষ হওয়ার তাদের মুক্ত করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এ ব্যাপারে গঠিত ইউনিয়ন কমিটি বৃস্পতিবার থেকে কাজ শুরু করেছে। আশা করা যাচ্ছে এ ব্যাপারে আগামী দুই এক দিনে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।