লক্ষ্মীপুরে দোকান বন্ধে বণিক সমিতির নির্দেশ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

দোকান বন্ধে বণিক সমিতির নির্দেশ, ছবি: সংগৃহীত

দোকান বন্ধে বণিক সমিতির নির্দেশ, ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে করোনাভাইরাস প্রতিরোধে ৩১ মার্চ পর্যন্ত টানা ১১ দিন শহরের জামা-কাপড়, জুতা ও কসমেটিকস এর দোকানগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু দোকানে দোকানে গিয়ে এ নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

এদিকে, জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত এ জেলায় করোনা আক্রান্ত কেউ শনাক্ত হয়নি। দোকানপাট বন্ধ কিংবা লকডাউন করার মতো পরিস্থিতিও সৃষ্টি হয়নি।

অন্যদিকে, চেয়ারম্যান টিপুর নির্দেশনা শুনে ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছেন। ব্যবসায়ীদের ভাষ্যমতে, করোনা আতঙ্কে শহরে মানুষের চলাফেরা কমে গেছে। এতে বেচাকেনাও কমেছে। রাতে দ্রুত দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু ৭ দিন বন্ধ রাখলে ঋণ পরিশোধ ও দোকান ভাড়ার টাকা দিতে সবাইকে হিমশিমে পড়তে হবে।

বিজ্ঞাপন

লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু বলেন, করোনা প্রতিরোধে বণিক সমিতির পক্ষ থেকে জামা-কাপড়, জুতা ও কসমেটিকসের দোকানগুলো আগামি ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলো খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ড. আবদুল গাফ্ফার বলেন, এ জেলায় এখনো পর্যন্ত করোনা আক্রান্ত কেউ নেই। করোনা সন্দেহে ৪৬০ জন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে দোকানপাট বন্ধ কিংবা জেলা লকডাউন করার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি।

জানা যায়, চলতি মাসে ৩ হাজার ৬৬২ জন প্রবাসী লক্ষ্মীপুরে এসেছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ হাজার ২১৪ জন প্রবাসীর খোঁজ পাওয়া যায়নি। তবে হোম কোয়ারেন্টাইন বিধি লঙ্গন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদরে একজনের ৫ হাজার, রামগঞ্জে দুইজনের ২০ হাজার ও রামগতিতে একজনের ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।