গাইবান্ধায় বেশি দামে চাল-পেঁয়াজ বিক্রি, ৮ ব্যবসায়ীর জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

গাইবান্ধায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়

গাইবান্ধায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়

দেশে করোনাভাইরাস সংক্রমণের অজুহাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাঁচাবাজারে বেশি দামে চাল ও পেঁয়াজ বিক্রির দায়ে আট ব্যবসায়ীর ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।

শুক্রবার (২০ মার্চ) গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রামৃষ্ণ বর্মণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বিজ্ঞাপন

জরিমানাপ্রাপ্তরা হলেন, চাল ব্যবসায়ী আফজাল হোসেন, আবুল হোসেন, শাহিনুর মিয়া, আব্দুল হান্নান, রুহল আমিন, পেঁয়াজ ব্যবসায়ী আইনুল হক, লাবীব মিয়া ও রুহুল আমিন।

ইউএনও রামৃষ্ণ বর্মণ বার্তা২৪.কম-কে জানান, করোনাভাইরাসের কারণে মজুতদার ও খুচরা ব্যবসায়ীরা
সিন্ডিকেটের মাধ্যমে চাল ও কাঁচামালের বাজার ঊর্ধ্বগতি করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ অভিযান আট ব্যবসায়ীর ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন