কুষ্টিয়ায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি উল্টে দুই শ্রমিক নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুষ্টিয়ায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আজিজুল হক (৩৫) ও আব্দুর রশিদ (৩০) নামের দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) দুপুরের দিকে কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের নান্দিয়া মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত আজিজুল হক (৩৫) সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের বামুনগ্রাম এলাকার সুলতান মন্ডলের ছেলে এবং আব্দুর রশিদ একই এলাকার লুৎফর মন্ডলের ছেলে।

এ ঘটনায় বামুনগ্রাম এলাকার খয়বার আলীর ছেলে শরিফুল ইসলাম এবং আক্তার হোসেনের ছেলে আনোয়ার হোসেন গুরুতর আহতাবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাটি কাটার জন্য ট্রলিটি নিয়ে যাচ্ছিল কয়েকজন শ্রমিক। এ সময়, নান্দিয়া মোড়ে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রলির নিচে চাপা পড়ে আব্দুর রশিদ নামের এক শ্রমিক নিহত হন। এ সময় আরো ৩ শ্রমিক আহত হন।

আহত আজিজুল, শরিফুল ও খয়বারকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আজিজুলকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন