সাভারে বন দখলকারী যুবক আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

সাভারে বন দখলকারী যুবক আটক

সাভারে বন দখলকারী যুবক আটক

সাভারে অভিযান চালিয়ে বন দখল করে সীমানা প্রাচীর নির্মাণকালে এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ।

শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চত করেছেন ঢাকা বন বিভাগের গাজীপুর কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা একেএম আজহারুল ইসলাম।

বিজ্ঞাপন

এর আগে শনিবার (২১ মার্চ) সকালে বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর গ্রামে বন দখল করে সীমানা প্রাচীর নির্মাণকালে তাকে আটক করা হয়। একই সাথে সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়।

আটক ব্যক্তি হলেন- মো. রমজান আলী পাঠান, তিনি ঢাকা মিরপুরের ৮১নং পূর্ব আহম্মদ নগর এলাকার আবুল খায়ের পাঠানের ছেলে।

বিজ্ঞাপন

একেএম আজহারুল ইসলাম বলেন, ওই এলাকায় ১৬১ সি.এস দাগে বন দখল চেষ্টার অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। এসময় একজনকে আটক করে বন বিভাগের জমি উদ্ধার করা হয়। বন বিভাগের জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় অভিযানে উপস্থিত ছিলেন, বারইপাড়া বিট কর্মকর্তা মোশারফ হোসেন, চন্দ্রা বিট কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, মৌচাক বিট কর্মকর্তা মো. এমদাদুল হক, বোয়ালী বিট ও গোবিন্দপুর সাব-বিট কর্মকর্তা মো. ইলিয়াস উদ্দিনসহ বিটের কর্মকর্তারা।