মাদকাসক্তের জিহ্বা কেটে দিলো ‘নতুন স্বপ্ন’
আশুলিয়ায় চিকিৎসা নিতে আসা এক মাদকাসক্তকে বেধড়ক পিটিয়ে জিহ্বা কেটে দিয়েছে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র কর্তৃপক্ষ ।
সোমবার (২৩ মার্চ) দুপুরে আশুলিয়ার শ্রীপুর বাজার সংলগ্ন এ. রহমান প্লাজার ২য় তলায় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর বোন সেতু বার্তা২৪.কম-কে বলেন, তার ছোট ভাই পুরোপুরিভাবে মাদকাসক্ত হওয়ায় পরিবার বিব্রতকর অবস্থায় পড়ে। পরে এমন অবস্থা থেকে উত্তরণ ও তার ভাইকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য গত ২ মার্চ আশুলিয়ার শ্রীপুর এলাকার নতুন স্বপ্ন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়।
ভুক্তভোগী জানান, ভর্তির পর থেকে তাকে অমানবিক নির্যাতন করে আসছিল নতুন স্বপ্ন মাদকাসক্তি কর্তৃপক্ষ। পরে সোমবার ( ২৩ মার্চ ) দুপুরে নতুন স্বপ্ন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মালিক সাইদুর দেওয়ান ও রাজিব তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। এসময় তার হাত-পা বেঁধে জিহ্বার অগ্রভাগ কেটে দেয়।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মাসুদ মুন্সী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কাউকে পাওয়া যায়নি। আহত সুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।