রাজবাড়ীতে সেনাবাহিনী মাঠে নামবে বুধবার ভোরে
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখতে এরই মধ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসনকে সহায়তা করতে সারাদেশে মাঠে নামছে সেনাবাহিনীও। তারই ধারাবাহিকতায় রাজবাড়ীর ৫টি উপজেলাতেও নামবে সেনাবাহিনী।
বুধবার (২৫ মার্চ) ভোর থেকেই রাজবাড়ীতে সেনাবাহিনী তাদের কার্যক্রম শুরু করবে বলে বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।
তিনি জানান, মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলের মধ্যেই রাজবাড়ীতে সেনাবাহিনীর একটি টিম এসে পৌঁছাবে। তারা বুধবার (২৫ মার্চ) ভোর থেকেই জেলার সব উপজেলাতে এক সঙ্গে কাজ শুরু করবে।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয়ভাবে সাধারণ ছুটি ঘোষণাসহ ১০ নির্দেশনা দিয়েছেন। সেই ১০টি নির্দেশনার মধ্যে ২৪ মার্চ থেকে বিভাগীয় ও জেলা শহরগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে সশস্ত্র বাহিনী জেলা প্রশাসনকে সহায়তায় নিয়োজিত থাকবে।